ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

২২ নেত্রীসহ ছাত্রলীগের ২২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০০, ২৭ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর শাহবাগ থানায় ২২ নেত্রীসহ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন। 

মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারিসহ ২২০ জনের নাম উল্লেখ করে ৩৭০ থেকে ৪২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলার বাদী আরমান হোসেন জানান, এর আগে ২৫ অক্টোবর শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় সবার নাম না আসায় যাবতীয় পর্যবেক্ষণ শেষে নতুন করে এ মামলাটি করা হলো। 

তিনি আরও জানান, রোববার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২২ জন ছাত্রলীগ নেত্রীর নাম উল্লেখ করা হয়েছে, যারা ১৫ জুলাই এবং এর আগে-পরে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে যেতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে বাধা দিয়েছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি